আগৈলঝাড়ায় ২০ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ, বাঁধ ও স্থাপনা উচ্ছেদ

পলাশ দত্ত, আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ ভাবে বিশেষ অভিযান চালিয়ে সরকারী খালে বিভিন্ন স্থানে দেয়া অবৈধ বাঁধ অপসারণ, ভেসাল জাল, চট জাল, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ২০ লক্ষ টাকা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গতকাল সোমবার সকালে উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদী থেকে রাজিহার বাশাইল গ্রামের বিভিন্ন সরকারী খালের মধ্যে অবৈধ ভাবে আড়াআড়ি দেয়া বাঁধ অপসারণ, ভেসাল জাল, চট জাল, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্যে প্রায় ২০ লক্ষ টাকা। পরে উদ্ধার করা বাঁধ, অবৈধ ভেসাল জাল, চট জাল, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এর উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।