লালমোহনে রোজা রেখেছেন পাঁচ শতাধিক মানুষ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনের পাঁচ শতাধিক মানুষ বৃহস্পতিবার থেকে আগাম রোজা রাখতে শুরু করেছেন। আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে লালমোহন পৌরসভা ও ফরাজগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ বৃহস্পতিবার রোজা রেখেছেন। তারা সুরেশ্বর পীর, ভান্ডারি শরিফ পীর ও মদিনার জামায়াতের অনুসারী।

এ ব্যাপারে মাওলানা মোস্তফা কামাল উদ্দিন জাফরি নামের মদিনার জামায়াতের এক অনুসারী বলেন, আগাম রোজা বলতে কিছু নেই। চাঁদ দেখা গেলেই রোজা রাখা যায়। বিশ্বের বিভিন্ন স্থানে চাঁদ দেখা গেছে। এজন্য আমরাও রোজা রেখেছি। এখানে সমস্যার কিছু নেই।