হিজলায় ভিজিডির চাল আত্মসাৎ: ইউএনও’র কাছে অভিযোগ

হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলায় হতদরিদ্র মহিলার ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর বিচার চেয়ে আবেদন করছেন ভুক্তভোগী মহিলা হাজেরা বেগম।

জানা যায়, উপজেলার মেমানিয়া ইউনিয়নের ডাইয়া গ্রামের মালেক মোল্লার স্ত্রী হাজেরা বেগমের ভিজিডি কার্ডের চাল আত্মসাৎ করেন পার্শ্ববর্তী বাড়ির বারেক মোল্লা। ভুক্তভোগী মহিলার ভিজিডি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেন বারেক মোল্লা। পরে বারেক মোল্লা জানান ভিজিডি কার্ড হয়নি।

হাজেরা বেগম জানান, তার ছেলে রেশন কার্ডের অনলাইন করতে গিয়ে জানতে পারে তার নামে ভিজিডি কার্ড রয়েছে।
এ ঘটনায় মালেক মোল্লার স্ত্রী হাজেরা বেগম সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত আবেদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন- এ ঘটনাটি মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’