ঝালকাঠিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠির কাঠালিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাঠালিয়াবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কাঠালিয়াবাসীর পিঠ ওয়ালে ঠেকে গেছে।

বিষখালী নদীর ভাঙনে উপজেলাবাসী আজ দিশেহারা ভিটেমাটি হারিয়ে যে টুকু টিকে আছে সেটাও আজ বিলীন হওয়ার মুখে আছে।

স্থায়ী বেড়িবাঁধ না থাকায় কৃষকের ফসলি জমি তালিয়ে হাজার হাজার টাকার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।

এ সময় কাঠালিয়া নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাসেল শিকদার, কাঠালিয়া সামাজিক আন্দোলনের সভাপতি মো. তুহিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন বাচ্চু শিকদার, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. মনিরুজ্জামানসহ শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, তাদের দাবির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।