প্রথম আলো পত্রিকা অফিসের সম্মুখে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: দৈনিক প্রথম আলো অফিসের কর্মকর্তারা নিরাপত্তা চেয়ে আবেদন করায় পত্রিকাটির অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) এ পুলিশ মোতায়েন করা হয়। তথ্যসূত্র: বাংলাভিশন।

এর আগে বুধবার (২৯ মার্চ) প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় রিমান্ড চাইবে না পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এজাহারে বলা হয়, প্রথম আলোর ওই মিথ্যা তথ্য প্রকাশ এবং অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার করে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার উপক্রম হওয়ায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।