বরিশাল: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৪০) নামে ঝালকাঠির এক বাসিন্দা নিহত হয়েছেন। একই ঘটনায় নিহত অপর জন ভদ্র কর্মকারের (৫০) বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।

রাজধানীর রূপনগর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তারা নিহত হয়েছেন। বুধবার রূপনগরের বিরুলিয়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মনির হোসেন কাভার্ডভ্যানের চালক এবং ভদ্র কর্মকার হেলপার।’

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হন।

নিহতদের মধ্যে মনিরের গ্রামের বাড়ি ঝালকাঠিতে ও ভদ্রের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।

ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।