ঝালকাঠিতে ভোক্তা অধিকারের অভিযান: ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি : কোরবানীর ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে মসলার বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে শহরের আরদ্দার পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, শহরের আড়তদারপট্টি এলাকায় মানিক ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে পেঁয়াজ, রসুন, আদা বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় এবং

জুম ট্রেডার্স নামে অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানে মরিচ ও হলুদে রং মেশানোর অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। কোরবানীর ঈদ উপলক্ষে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।