তীব্র তাপদাহে গাছতলায় ক্লাস
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের ৫৬ নং সরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাপদাহের কারণে গাছতলাতে ক্লাস নেয়া হয়েছে। এটি কোনো ভ্রাম্যমাণ বা ভাসমান স্কুলের চিত্র নয়।
বৃহস্পতিবার (১ জুন) ৫৬ নং সরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছতলাতে এ চিত্র দেখা গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র গরম সহ্য করতে না পেরে চলে আসে গাছ তলায়। সেখানেই চলে তাদের পাঠদান।
শিক্ষার্থীরা বলেন,বিদ্যালয়ের কক্ষে অনেক গরম তাই আমরা বাগানে ক্লাস করি। এখানে অনেক বাতাস, ক্লাস করতে ভালো লাগে।’ সরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কার্তিক বসাক বলেন, শিক্ষার্থীদের কোনো ভাবেই ক্লাসে নেয়া যাচ্ছে না। তীব্র গরমে শিক্ষার্থীরা ক্লাসে থাকতে চাচ্ছে না। স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতিও অনেক কম।
তাই এই গরমে গাছের নিচে ছায়ায় পাঠদান করা হচ্ছে। শিক্ষক আরো জানান, সকাল ৯টায় স্কুলে ক্লাস শুরু হয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের পাশের গাছের ছায়ায় ক্লাস করতে বাধ্য হন।