ক্যান্সারে আক্রান্ত বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিরার অর্থভাবে চিকিৎসা বন্ধ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মো. হিরা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না।
জানা জায়, গত ২৫ মে তার ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। দিনে দিনে তার অবস্থা খারাপ হচ্ছে। ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। মাথা, গলা, বুক সবখানেই ব্যথা করে। এমনকি ঠিকভাবে এখন কথাও বলতে পারছে না। এমতাবস্থায় সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
হিরা বলেন, ইসিজি, সিটি স্ক্যান, অনেক গুলো ব্লাড টেস্ট, এফএসএসি এবং বায়োপসিসহ আরও ২ টা পরীক্ষা করে ধরা পরে ব্লাড ক্যান্সার। এখন পর্যন্ত অনেক ডাক্তারকে দেখিয়েছি। আমার রোগ খুঁজে বের করতেই অনেকগুলো টাকা চলে গেছে। এখনও বেশ কিছু টেস্ট করা বাকি আছে। তারপর শুরু হবে চিকিৎসা। অর্থের অভাবে এখনও শুরু করতে পারিনি।
হিরা বর্তমানে ঢাকা মেডিকেল লেজের হেমাটোলজি বিভাগে ভর্তি আছেন। অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। এ অবস্থায় তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি।
আর্থিক সহযোগিতার জন্য যোগাযোগ
01648464284 (বিকাশ)
01930606461 ( রকেট)
01762649764 ( নগদ)