ইদানিংকালে কিছু জ্ঞানী ব্যক্তিরা, বুদ্ধিদাতারা যারা নিজেদের সমাজের বিবেক হিসেবে মনে করেন, তারা চিফ জার্স্টিসের পক্ষ নিয়ে নানা কথা বলছেন। আজকে তারা সমালোচনা করছেন চিফ জাস্টিসের বিরুদ্ধে এমনি ভাষা প্রয়োগ করা ঠিক নয়, কিন্তু চিফ জাস্টিস দেশের সাংবাধিন অস্তিত্বে ওপর যে আঘাত হানলো সেটা নিয়ে সুশীল সমাজ কোন উচ্চবাচ্য করছে না।

তাদের পর্যাবেক্ষণও একটি দিকের প্রতি প্রভান্বিত। আজকে যারা চিফ জাস্টিসের পক্ষে কথা বলছেন তারা পক্ষপাত দুষ্ট বলেও আিভযোগ করেন শিল্পমন্ত্রী।

শুক্রবার (০১ সেপ্টম্বর) সকালে জেলা মৎস বিভাগের আয়োজনে ঝালকাঠি শহরতলীর সুতালড়ি খালে মাছের পোনা অবমুক্ত করা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ আলমসহ মৎস বিভাগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।