বরিশালঃ সাধারণ রোগীদের সাথে প্রতারনার অভিযোগে এক ভূয়া চিকিৎসক সহ ৯ রোগীর দালালকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার ভোররাতে বরিশাল নগরের রূপাতলী সহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি আজ বেলা ১২ টায় নিশ্চিত করেছেন মেট্রোপলিন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মো. আজাদ রহমান নিশ্চিত করেছেন।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানিয়েছেন, রোগীদের অভিযোগের প্রেক্ষিতে থানার এস.আই সাঈদুলের নেতৃত্বে বুধবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসময় রুপাতলী এলাকার শাহিন প্যাদা ওরফে ঝাড়ুদার শাহিন, ভূয়া চিকিৎসক ডাঃ কামরুজ্জামান ওরফে কামেল, রোগীর দালাল আ: রশিদ, মানিক ওরফে কালা মানিক, নজরুল ইসলাম, মোসলেম গাজী, রুহুল আমিন, মানিক ও জহিরুল ইসলাম।

আটককৃতরা গ্রাম থেকে রোগী আসলেই তাদের ভূল বুঝিয়ে ভূয়া ডাক্তারের নিকট নিয়ে সর্বস্ব লুটে নেয় এই প্রতারক চক্র। এদের নেতৃত্ব দিয়ে আসছিলো নগরীর নভ ডায়াগনস্টিক সেন্টারের ভূয়া চিকিৎসক কামেল ও দালাল সরদার শাহিন প্যাদা।