বরিশালঃ জাতীয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সুযোগ দেয়া, সকল এটিআই শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও সরকার কর্তৃক ঘোষিত ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণি পদমর্যাদা দেয়ার দাবিতে বরিশালে ক্লাশ বর্জন কর্মূসচী পালন করেছে কৃষি ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ করে।

এসময় শিক্ষার্থীরা তাদের দাবীর পক্ষে বিভিন্ন যুক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। একই সাথে দাবী না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারী দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম আকন, শিক্ষার্থী তামিম, আকিব, রবিউল ইসলাম, লতা খানম, রিয়াজুল ইসলাম, ইরাজ শিফাত প্রমূখ।

সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম আকন জানান, তারা গত ২ এপ্রিল থেকে ক্লাষ বর্জন কর্মসূচী পালন করে আসছে। দাবী না মানা হলে আগামী রবিবার থেকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন কর্মসূচী পালন শুরু হবে।