বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রাম থেকে মনিকা বৈরাগী (৫০) নামে এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ৩টার দিকে বাড়ীর পাশে ডোবা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

 

মনিকা বৈরাগী ওই গ্রামের রমেশ অধিকারীর স্ত্রী। মনিকার বৈরাগীর ছেলে অমৃত বৈরাগী জানান, দেড় মাস আগে গত ২২ মার্চ ইউপি নির্বাচনে ভোট  দেয়ার পর থেকে তার মা নিখোঁজ হন। এর আগেও তার মা কাউকে কিছু না বলে বিভিন্ন স্থানে চলে যেতেন আবার ফিরে আসতেন। তাই এবারও ভাবছিলেন তার মা স্বেচ্ছায় ফিরে আসবেন। এজন্য খোঁজাখুঁজি করেন নি।

 

কিন্তু  শুক্রবার বাড়ীর পাশে ডোবায় মাছ ধরতে গেলে সেখানে কচুরিপনার মধ্যে কাপড় দেখে মায়ের কঙ্কালটি শনাক্ত করেন তিনি। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মনিকা বৈরাগী মানষিক প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে স্বজনদের কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি মর্গে না পাঠিয়ে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।’