জেলার সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বিশ্বাসের দেহরক্ষী আ. রহমানকে শটগানসহ আটক করেছে র্যাব।
শনিবার সোয়া ১১টার দিকে আলমপুর ইউনিয়েনের দহকুলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে। আটক আব্দুর রহমান ওই গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।