দেশের নারীদের জন্য অপরাজিতা নামে বিনামূল্যে ২০ লাখ মোবাইল সিম বিতরণ করবে টেলিটক। রোববার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নারীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নের অংশ হিসেবে এই সিম বিতরণ করা হবে।

তারানা হালিম বলেন, ‘সব নারী ও এবং মেয়েরা ইন্টারনেটে এক্সেস যেন পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। নারী ক্ষমতায়নের জন্য টেলিটক বিনামূল্যে অপরাজিতা সিম বিক্রয় করবে।

বিশ লাখ সিম নারীদের মধ্যে টেলিটক বিতরণ করবে। এখানে আমরা ৮টাকা ১ জিবি ও ১৪ টাকায় ২ জিবি মেয়াদ এক সপ্তাহ। এভাবে আমরাই ডিজাইন করছি।’