‘দেশ অসভ্যতায় ছেয়ে গেছে, মানবতা বিপন্নের পথে’
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, দেশ অসভ্যতায় ছেয়ে গেছে। মানবতা আজ বিপন্নের পথে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় অনিয়মে ভরে গেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মহানগর দক্ষিণ আয়োজিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে ফেলেছে মাফিয়া সরকার। যুবসমাজকে চরিত্রহীন করতে করা হয়েছে নানা আয়োজন। মদ-জুয়া, হেরোইন, ফেনসিডিল, গাঁজা, ইয়াবায় ছেয়ে গেছে দেশ। অপরদিকে মক্তবভিত্তিক গণশিক্ষার অভাবে নানা অপরাধে জড়িয়ে পড়ছে দেশের ভবিষ্যৎপ্রজন্ম যুবসমাজ। পাড়া-মহল্লায় গড়ে ওঠেছে কিশোর গ্যাং।
নগর দক্ষিণ সেক্রেটারী ডা. শহীদুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, আলতাফ হোসেন, আনোয়ার হোসাইন, আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম রফিকুল ইসলাম, মুফতি আবদুল আহাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, মানুষ অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। সর্বত্র মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারছে না বিনা ভোটের সরকার। অবৈধ সরকারের মন্ত্রী-এমপিরাই এখন সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত।
রমজানকে সামনে রেখে মুসলিমবিশ্বে এমনকি বিধর্মী রাষ্ট্রগুলোতেও জিনিসপত্রের দাম যেখানে কমানো হয়, সেখানে বাংলাদেশই ব্যতিক্রম রাষ্ট্র। রমজান আসলে হু হু করে সব কিছুর দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে নেয়া হয়। এসব অসভ্যতা আর বর্বরতার জন্য সরকারই দায়ী।