নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভারতের রাজস্থানে ওই হাসপাতালে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ওই নারীকে ধর্ষণ করা হয়, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। হাসপাতালের এক সহকারী নার্স এই ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ফুসফুসে ইনফেকশন নিয়ে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউয়ে চিকিৎসাধীন ছিলেন। চিরাগ যাদব নামে এক সহকারী নার্স ভোরের দিকে তাকে ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার ওই নারী অভিযোগ করেন যে, পরিস্থিতি বুঝতে পেরে তিনি চিৎকারের চেষ্টা করলে তাকে চেতনানাশক ইনজেকশন নিয়ে অজ্ঞান করা হয়।

পুলিশ জানায়, স্বামীর ফোন পেয়ে জেগে ওঠেন ওই নারী। এরপর তাকে ঘটনা খুলে বলেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযুক্ত আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ করছি, একইসঙ্গে সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করছি আমরা।’