নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ইলিশ নিধনের প্রধান শত্রু হিসেবে পরিচিত পাই জালসহ দুইটি ট্রলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনভর হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য অধিদপ্তর এবং নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সাংবাদিকদের জানান, জব্দকৃত ১০ লাখ টাকা মূল্যের অবৈধ পাই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত ট্রলার নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নদীতে পাই জালের ব্যবহার জাটকা নিধনের প্রধান হাতিয়ার হয়ে উঠছে। তাই ইলিশ সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তরিকুল ইসলাম অংশগ্রহণ করেন।