জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া উপলক্ষে সারা দেশের ন্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক অপর্ণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ।

পরে বিশ্ববিদ্যালয় মিলায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক এবিএম মাহবুব মোর্শেদ খান, পবিপ্রবি অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জুয়েল প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।