সম্প্রতি বরগুনার আমতলীতে আঞ্চলিক দৈনিক কীর্তন খোলার সিনিয়র স্টাফ রিপোর্টার অপু রায়সহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং হামলাকারীদের দৃস্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এন মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজি নাসির উদ্দিন বাবুল। বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, প্রেসক্লাবের সহকারী সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।
বক্তারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানান।