পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করায় মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দন্ড দেয়া হয়েছে। সোমবার এ দন্ড দেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম। দন্ডিত জিলানুর রহমান রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

তিনি বরিশালের উজিরপুর জয়শ্রী গ্রামের বাসিন্দা আব্দুর রহমান হাওলাদারের ছেলে। আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৪ সালের ১৫ ফেব্র“য়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় আজিজ মাস্টারের বাড়ির পশ্চিম পাশের মাঠে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় জিলানুর ইব্রাহিম নামের এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করে।

পরে একটি রক্তমাখা ছুরি, ১২ পুড়িয়া হেরোইন ও ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ওই দিনই জেলা ডিবি পুলিশের এসআই খলিলুর রহমান বাদী হয়ে মামলা করেন। একই বছরের ২৫ জুন আদালতে চার্জশীট জমা দেয় উজিরপুর থানা পুলিশের এসআই হুমায়ুন কবির। মামলায় ১১ জনের সাক্ষ্য নিয়ে এই দন্ড দেয়া হয়।