বরিশালের ওষুধ কোম্পানি ইন্দোবাংলার কারখানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) শ্বাসরুদ্ধকর অভিযানে বিপুল পরিমাণ সরকারি অনুমোদন বিহীন ওষুধ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির মালিক এম আনোয়ারুল হক সাব্বিরকে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেল থেকে গভীর রাত ১২টা পর্যন্ত বরিশাল শহরের বিএম কলেজ এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এই অভিযান চালায় র‌্যাব।

এই অভিযানে বরিশাল ড্রাগ সুপারও র‌্যাবের সাথে অংশ নেন। তবে কী পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়ে তা নিশ্চিত করতে পারেনি র‌্যাব।
অভিযান পরিচালনাকারী বরিশাল র‌্যাবের উপ-অধিনায়ক মেজর রাকিব উজ্জ জামান সাংবাদিকদের প্রতিষ্ঠানটির কারখানায় সরকারি অনুমোদন বিহীন ওষুধ তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। একপর্যায়ে সেখান থেকে ৬টি কাটুনভর্তি বিপুল পরিমাণ ভেজাল ওষুধ উদ্ধার করা হয়।

এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

https://youtu.be/Rj23-5M-tf4