সকল আনুষ্ঠানিকতা শেষ। এখন শুধুর ফাঁসির দণ্ড কার্যকরের অপেক্ষা। যেকোনও সময়েই হতে পারে এই ফাঁসি। তার জন্যই চলছে পূর্বপ্রস্তুতি।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার সকল প্রস্তুতিও চূড়ান্তের পথে। এরই মধ্যে তার পরিবারের সদস্যরা শেষ দেখা করে গেছেন। তারও আগে রাতের খাবারও খাওয়ানো হয়েছে নিজামীকে।
এদিকে ফাঁসির আগে স্বাস্থ্য পরীক্ষা ও ফাঁসির পরে নিজামীর মৃত্যু নিশ্চিত করাসহ মরদেহ পরীক্ষার লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢুকেছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আব্দুল মালেক মৃধা। রাত ১০টায় কারাগারের ভেতরে যান তিনি।