বরিশাল: লোডশেডিংয়ের প্রতিবাদে পটুয়াখালির কলাপাড়া পল্লী বিদ্যুৎ অফিস কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাজারের অধিক গ্রাহক একত্রিত হয়ে এ হামলা চালায়। তবে হামলা চালিয়েই ক্ষ্যান্ত হয়নি থাকেনি গ্রাহকরা, প্রতিবাদে আগামী রোববার অর্ধদিবস হরতালেরও ডাক দিয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে হাজারেরও বেশি লোক একত্রিত হয়ে পৌরশহরে একটি মিছিল করে। পরবর্তীতে তারা পল্লী বিদ্যুৎ অফিস কার্যালয়ে হামলা চালিয়ে দরজা, জানালা এবং গ্লাসসহ বেশি কিছু আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করেনি পুলিশ।’

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ নেওয়াজ জানান, পরিস্থিতি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা রোধে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ কলাপাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম লিয়াকত হোসেন জানান, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেখান থেকে নির্দেশনা পেয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

স্থানীয়রা জানিয়েছে, কয়েকদিনের অব্যাহত গরমের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে পৌরবাসী ওষ্ঠাগত হয়ে উঠেছে। বিষয়টি একাধিকবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করেও কোন সুফল হয়নি। যে কারণে প্রতিবাদী গ্রাহকরা একত্রিত হয়ে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেছে।’

 

কলাপাড়া নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুল্যাহ রানা জানিয়েছেন, লোডশেডিংয়ের প্রতিবাদে আগামী রোববার পৌরশহরে অর্ধদিবস হরতাল আহবান করা হয়েছে।’