দুই মাসের ব্যবধানে আবারও বরিশালের উজিরপুর উপজেলা সদরের বন্দর বাজারে অগ্নিকান্ডে একটি বসতঘরসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। উজিরপুরের দমকল ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও আগুন নিভাতে গিয়ে কমপক্ষে ৫জন আহত হয়েছেন। উজিরপুরের দমকল ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে বলে ব্যবসায়িরা জানায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (২২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ফুলি বেগম নামে এক অসহায় বৃদ্ধার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ওই বৃদ্ধার বসতঘরসহ পার্শ্ববর্তী সেলিম হাওলাদার জ্বালানি কাঠের দোকান, আলম মিস্ত্রীর কাঠের দোকান ও কাসেম হাওলাদারের জ্বালানি কাঠের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় কয়েক শত স্থানীয় যুবক, থানা পুলিশ সদস্যসহ উজিরপুর ফায়ার সার্ভিস ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বৃদ্ধার বসতঘরসহ তিনটি দোকানের সর্বস্ব ভস্মীভূত হয়। আগুনে পুড়ে যাওয়া বসতঘরসহ দোকঘরগুলোর মালিক স্থানীয় মন্টু মাঝি।

ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের বিষয়টি উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার নিশ্চিত করেছেন।