ঝালকাঠির নলছিটিতে দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৮ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১২টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় থেকে জাটকাগুলো জব্দ হয়। এসময় বাস চালক ও চালকের সহকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, পটুয়াখালীর গলাচিপা থেকে ঢাকাগামী বেপারী পরিবহন ও কুয়াকাটা  থেকে যশোরগামী সেভেন স্টার নামে যাত্রীবাহী দুটি বাসে ১৮ মণ জাটকা ইলিশ নিয়ে যাচ্ছিল। দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় বাস দুটি আসলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় বেপারী পরিবহন থেকে ৯ কার্টুন ও সেভেন স্টার থেকে ২ কার্টুন জাটকা ইলিশ জব্দ করা হয়। দুই গাড়ির চালক ও চালকের সহকারীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার সাংবাদিকদের জানান, জাটকা ইলিশগুলো উপস্থিত গরিব ও দুস্থ এবং বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।