পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ পূর্ণ প্যানেলে জয় পেয়েছে। সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদের সব কটিতে জয়লাভ করেছেন আওয়ামীপন্থী প্রার্থীরা। সোমবার রাত ৮টায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. হেমায়েত জাহান এ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে প্রফেসর ড. মো. ফজলুল হক ও সাধারণ সম্পাদক পদে প্রফেসর জেহাদ পারভেজ নির্বাচিত হয়েছেন।

সমিতির অন্য পদে বিজয়ীরা হলেন ড. এস এম তাওহীদুল ইসলাম (সহ-সভাপতি), ড. জুয়েল হাওলাদার (কোষাধ্যক্ষ), মো. শাহীন হোসেন (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. শাহাবুবুল আলম (সাংগঠনিক সম্পাদক), আশরাফুল আলম (দপ্তর সম্পাদক), সজল শাহা (প্রচার ও প্রকাশনা সম্পাদক) আঁখিনুর শিলা (সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক) মো. রোশনে আলম (শিক্ষা বিষয়ক সম্পাদক), ড. গোপাল সাহা (সদস্য), মো. মেহেদী হাসান (সদস্য), ড. অসীত কুমার পাল (সদস্য), মো. মনিবুর রহমান (সদস্য), মো. রোমান আকন (সদস্য)।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অস্থায়ী ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।