বরগুনা: -২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক বিরুদ্ধে নন জিআর মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বেতাগী উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন ওই আবেদন গ্রহণ করে নন জিআর মোকদ্দমা হিসেবে তালিকাভুক্ত করে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের আদেশ দিয়েছেন।
বরগুনার বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম সোমবার (১৪মার্চ) প্রথমে এ ব্যাপারে বেতাগী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির আলোকে নন জিআর মামলা দায়েরের অনুমতি চেয়ে তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার মামলাটি তদন্তের আদেশ চেয়ে বেতাগী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। সংসদ সদস্য রিমন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৫ মার্চ বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নের কিসমত ভোলানাথপুর ও কেওড়াবুনিয়া গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। যা ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালার ২০১৬ এর বিধি ২৫ এর সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে ১৩ মার্চ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. সামসুল আলম বিধিমালার ৩১ বিধি অনুসারে তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দেন।