বরিশালে মাঝনদীতে যাত্রীবাহী এমভি মাহিমা লঞ্চের ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আ‍ঁড়িয়াল খাঁ ও মাছকাটা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, এমভি মাহিম নামের লঞ্চটি যাত্রী নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের দিকে আসছিলো। পথে ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যায়।

এসময় ধোঁয়া উঠতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাদের নিরাপদে লঞ্চ থেকে বিকল্প নৌযানে স্থানান্তর করা হয়। পরে ইঞ্জিন রুমের আগুন নিভিয়ে লঞ্চটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

তিনি আরো বলেন, লঞ্চটি চলাচলের অনুমতি না নিয়ে যাত্রী বহন করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।