সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণের প্রলোভন দেখানোর অভিযোগে সৈকত মৃধা (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার বিকেলে উজিরপুর উপজেলার ডাবেরকোল চৌরাস্তা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ওই উপজেলার যোগীরকান্দা গ্রামের মো. গিয়াস মৃধার ছেলে।

বরিশাল র‌্যাব সদর দপ্তর থেকে ইমেল বার্তায় জানানো হয়- আটক সৈকত মৃধা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নালাকাশ নামে ফেক আইডি খুলে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষা হেল্পিং সেন্টার গ্রুপে ভূয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রির জন্য প্রচার করে।

এমনকি সেখানে তিনি ০১৬৩২-৮৮০১৪১ নাম্বারটি লিখে যোগাযোগের জন্য বলেন। সে বিষয়টি ছড়িয়ে পড়লে ফেসবুকে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই খবরে র‌্যাব অভিযান চালিয়ে সৈকত মৃধাকে আটক করে। এই ঘটনায় র‌্যাবের ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে উজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।