বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশলী মো. আনিচুজ্জামানকে মারধর ঘটনা তদন্ত করে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে মেয়র আহসান হাবিব কামাল তদন্ত কমিটি গঠন করেন।

এই কমিটিতে নির্বাহী কর্মকর্তা (সিও) মো. অহেদুজ্জামানকে প্রধান করা হয়েছে।

মেয়র আহসান হাবিব কামাল বরিশালটাইমসকে জানিয়েছেন- পুরো বিষয়টি সঠিকভাবে তদন্ত করে ৩৬ ঘণ্টার ভেতরে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন পাওয়া পরে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

এর আগে গতকাল সোমবার বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশলী মো. আনিচুজ্জামানের সাথে ঠিকাদার যুবদল নেতা মোমেন শিকদারের হাতাহাতি হয়। ওই ঘটনায় মারধরের অভিযোগ তুলে প্রকৌশলীর পক্ষে মানববন্ধন করে মোমেন শিকদারের শাস্তির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় কর্মচারীরা।

এদিকে উল্টো ঠিকাদার মোমেনের ওপরের হামলার অভিযোগ তুলে আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) বিসিসি ঠিকাদার এসোসিয়েশন জরুরি সভা করেছে।

সেই সভায় প্রকৌশলীকে দুর্নীতিবাজ ঘুষখোর অখ্যায়িত করার পাশাপাশি শাস্তির দাবি রাখা হয়েছে। পরবর্তীতে সংগঠনটি ঘটনাটি তদন্তে মেয়রকে স্মারকলিপি প্রদান করে।’’