নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

মঙ্গলবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের তরা ক্রস ব্রিজ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান, সৌদিয়া পরিবহনের একটি বাস ঢাকা থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এছাড়া আহত হন অন্তত আরো ১৫ যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি।