আগামী ২৭ জুলাই চন্দ্রগ্রহণ। তবে এবারের চন্দ্রগ্রহণ অন্যান্য চন্দ্রগ্রহণ থেকে আলাদা। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, এবারের চন্দ্রগ্রহণ বেশ দীর্ঘ সময়ব্যাপী হবে।

একেবারে পৃথিবীর মাঝখান দিয়ে এবার চন্দ্রগ্রহণের ছায়া চলে যাবে। ফলে মোট ১০৩ মিনিটব্যাপী চন্দ্রগ্রহণ হবে এ সময়।

এ চন্দ্রগ্রহণ বছরের দ্বিতীয়। তবে একুশ শতকের সবচেয়ে দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ এটি।

বিশ্বের বহু অঞ্চল থেকেই ২৭ জুলাইয়ের এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা, পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য।

বাংলাদেশ থেকেও বেশ ভালোভাবে দীর্ঘ্য সময়ব্যাপী এ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।