বিষখালী নদীর মোহনায় এফবি সোনারতরী নামে একটি ট্রলার
ডুবির ঘটনায় ১৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে অক্ষত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় জেলেরা। এর আগে সকাল ৭টার দিকে ঝড়ের কবলে পড়ে বিষখালী নদীর মোহনায় ১৯ জেলেসহ ট্রলারটি ডুবে যায়।

উদ্ধারকৃত জেলেদের মধ্যে দুলাল, সেলিম, মধু, বারেক, নুর আলম ও জাফরের নাম জানা গেছে। ১৯ জেলের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি
গোলাম মোস্তফা চৌধুরী জানান, ১৯ জেলে এফবি সোনারতরী নামে একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরছিলেন। সকালে আবহাওয়া খারাপ হওয়ায় নিরাপদে
ফেরার পথে বঙ্গোপসাগরের বিষখালী নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে জেলেদের নিয়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য ট্রলারের জেলেরা ওই ১৯ জেলেকে উদ্ধার করেন। ডুবে যাওয়া ট্রলারটির মালিক বরগুনা জেলার নলী এলাকার শানু মিয়া।