যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে চীনের মোবাইল আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রেক্ষিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারের জন্য বেইজিংয়ের করা একটি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মার্কিন বাণিজ্যে মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডেভিড রেডল বলেছেন, চীনা মোবাইল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। চীনা কোম্পানিগুলোর সঙ্গে আলাপ করেও এটা সমাধান করা যায়নি। ফলে চীনের মোবাইলগুলো নিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন কৌশল নিতে হচ্ছে।