বরিশালসহ সারাদেশে বিভিন্ন স্থানে ১৮৩ জন চিকিৎসককে বদলি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এই বদলির আদেশ দেওয়া হয়। এরমধ্যে ২৭ জন বর্তমানে চট্টগ্রাম বিভাগে কর্মরত।

আগামী শনিবার (১৫ জুলাই)’র মধ্যে এই চিকিৎসকদের নিজ-নিজ কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এই নির্দেশনা গত সোমবার অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

এই চিকিৎসকদের মধ্যে ২০ জনের সংযুক্ত আদেশ বাতিল করা হয়েছে। ১৮ জনকে খুলনা বিভাগে পাঠানো হয়েছে। ৩৬ জনকে চট্টগ্রাম বিভাগে, বরিশাল বিভাগে ৩০ জন, ২৮ জনকে ময়মনসিংহ বিভাগে এবং ২৬ জনকে রংপুর বিভাগে, রাজশাহী বিভাগে ২১ জন ও সিলেট বিভাগে চার জনকে বদলি করা হয়েছে।’