জাপানে দাবদাহে অন্তত ৩০ জনের মৃত্যুর পর মানুষজনকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। গত দুই সপ্তাহে দাবদাহের কারণে কয়েক হাজার মানুষ অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এছাড়া দেশটির কিয়োটো শহরের তাপমাত্রা ১৯ শতকের রেকর্ড ভেঙে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়।

মাত্র ছয় বছরের এক ছাত্রের মৃত্যুর পর জাপানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সম্ভব হলে স্কুলগুলো যেন বন্ধ রাখা হয়। জাপানের পশ্চিমাঞ্চলে বন্যার ধকল এখনো সারেনি, এরই মধ্যে দাবদাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। ওই এলাকায় বহু স্বেচ্ছাসেবক কাজ করছেন বলে জানা গেছে।

চলতি মাসের শুরুর দিকে বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষ মারা যায়।