পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট থেকে আমতলী পর্যন্ত রাস্তার দুই পাশে প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (০১ আগস্ট) দুপুরে মহাসড়কের দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগ।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের বিশেষ একটি দল এই উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, দূর্ঘটনা এড়াতে ও মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার লক্ষ্যে মহাসড়কের দুই ধারে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনাসমূহ বার বার সরিয়ে নিতে বলা হয়েছে।

এরপরও সরিয়ে না নেয়ায় প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামীকাল আমতলী থেকে কুয়াকাটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।