বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে এক স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রীর পরিবার অভিযোগ করেছে- কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় বখাটে সোলায়মান (২৫) বৃহস্পতিবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে ছাত্রীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে। ঘটনার পর পরই বখাটে সোলায়মানকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তবে স্থানীয় সূত্র জানিয়েছে- পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে ছাত্রীর মুখে অন্য কোনো তরল পদার্থ মেখে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে।

ঘটনার শিকার ছাত্রীর নাম মুক্তা (১৬)। সে ইন্দুরিয়া গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের মেয়ে ও স্থানীয় মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। মুক্তা হিজলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সোলায়মান একই গ্রামের আকবর রাঢ়ীর ছেলে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বরিশালটাইমসকে বলেন- ‘মুক্তা নামক এক স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে তার পিতা আলী আহম্মেদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মুক্তা হিজলা হাসপাতালে ভর্তি রয়েছে।

অভিযুক্ত সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে। আলী আহম্মেদের অভিযোগ পুলিশ তদন্ত করছে।’