ও লস্কর! মানে মুসলিম? মুসলিমকে ঘর ভাড়া দিই না। গত কয়েকদিন ধরে কলকাতা শহরে বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক মুসলিম তরুণী। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরের মেধাবী ছাত্রী নিশাত রিমা লস্কর। উচ্চতর শিক্ষার্থে ভর্তি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে।

বেশ কিছুদিন বিশ্ববিদ্যালয়ের আশপাশে পেয়িংগেস্ট হিসেবে থাকতে বাড়ির খোঁজ করছেন তিনি।

১ আগস্ট থেকে ক্লাস শুরু হলেও ভারতের স্বাধীনতা দিবসের আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রুম দেয়ার প্রক্রিয়া শুরু হবে না।

সে কারণে আপাতত পেয়িংগেস্ট হিসেবে থাকতে চেয়েছিলেন নিশাত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিশাতের বাবা ইকতিয়ার লস্কর বলেন, অনলাইন থেকে বাড়ির সন্ধান পেয়ে সুলেখা এলাকায় এক বাড়িতে যাই।

পরদিন মেয়েকে নিয়ে আসব বলে সব কথা পাকা করে আসি। কিন্তু রাতেই ফোন করে ওই গৃহকর্ত্রী মুসলিম কিনা জেনে বাড়ি ভাড়া দেবেন না বলে ফোন রেখে দেয়।

একইরকম ব্যবহার গাঙ্গুলিবাগান নামক এলাকাসহ যাদবপুরের আশেপাশ থেকে পেয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

আনন্দবাজার জানিয়েছে, আগেও কলকাতায় ঘর ভাড়া পেতে এমন সমস্যায় পড়ছেন অনেক মুসলিম পরিবার। এবার সেখানে যোগ হল নিশাত রিমা লস্কর। নিশাতের আক্ষেপ-গ্রামে যে ব্যবহার পাইনি, শহরে এসে তাই পেলাম।