অর্ধডুবন্ত জাদুঘর তৈরি করছে মালদ্বীপ। বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের জাদুঘর নির্মিত হচ্ছে। কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড কর্তৃপক্ষ এ জাদুঘর নির্মাণের ঘোষণা দিয়েছে।

জানা গেছে, এই স্থাপনাটি শ্যাভিয়ানি এটলের কাছে নির্মাণ করা হবে। এই স্থানে পানির নিচে স্কালপচার পার্ক ও নিরাপদ মেরিন স্থাপনা রয়েছে। পরিবেশবিদ জেসন ডি সাইরেস টেইলর জাদুঘরটি নির্মাণের সঙ্গে জড়িত রয়েছে।

তিনি জানান, দৃষ্টি নন্দন স্থাপনাটি হবে সুরক্ষিত। মালদ্বীপের শৈবাল রক্ষায় সচেতনতা সৃষ্টি করতে কাজ করবে জাদুঘরটি।

এই পরিবেশবিদ বলেন, বিশ্বের নানা স্থান থেকে পর্যটকরা মালদ্বীপ ভ্রমণে আসেন। এই জাদুঘরটির মাধ্যমে পর্যটকদের শৈবাল অঞ্চল সংরক্ষণে সচেতনতা তৈরী হবে।