ভারতে গরুর দুধ নয় বরং দেদারসে বিক্রি হচ্ছে গো-মূত্র। এ ব্যবসা এখন তুঙ্গে। গো-মূত্র বিক্রি এখন শুধু বাজারেই সীমাবদ্ধ নেই, পাওয়া যাচ্ছে অনলাইনেও। জমজমাট এ ব্যবসায় অংশ হিসেবে অনলাইনে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের গোমূত্র। এছাড়া রয়েছে গোবর এবং ঘুঁটে।

তবে সবচেয়ে বেশি চাহিদা গরুর মূত্রের। ভারতের বাজারে এটা হট কেকের মত বিক্রি হচ্ছে। ফলে এখন এই মূত্র অনলাইনেও অর্ডার দিয়ে ক্রয় করতে হচ্ছে। রোগমুক্তির আশায় এই গো-মূত্র কেনার হিড়িক পড়েছে। কেননা এসব অনলাইন শপের দাবি গোমূত্র দিয়ে নাকি ক্যানসার আর কুষ্ঠের মতো রোগ সারানো সম্ভব। এ ছাড়াও গোমূত্রের রয়েছে আরও নানা উপকারিতা।

শুধু তাই নয়, এখন শ্মশানের যাবতীয় জিনিসপত্রও পাওয়া যাচ্ছে অনলাইনে। শুধু অর্ডার দিলেই হাতে এসে যাবে লাঠি, কাতান, কেরোসিনের, দেশলাই, লাশ বেঁধে রাখার জন্য খুঁটি, দড়ি।