মাইক্রোব্লগিং সাইট টুইটারকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান। মূলত পাকিস্তানের নানা সংবেদনশীল বিষয় নিয়ে ফিল্টার না করার অভিযোগে এ হুমকি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।

ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ মতো এদিন ক্যাবিনেট সেক্রেটারিয়েটে সিনেট স্ট্যান্ডিং কমিটিকে পিটিএ জানায়, ফেসবুক, ইউটিউবসহ অন্য সোশ্যাল মিডিয়াগুলো যখন সরকারের সব অনুরোধ মেনে চলছে, তখন টুইটার কেন অবজ্ঞা করবে!

পিটিএর ইন্টারনেট পলিসি অ্যান্ড ওয়েব অ্যানালাইসিস বিভাগের ডিরেক্টর জেনারেল নিসার আহমেদ বলেন, শতাধিক অনুরোধের মধ্যে মেরেকেট ৫ শতাংশ রেখেছে ওরা। বাকি সব অনুরোধ উপেক্ষা করেছে। আদালতের নির্দেশ টুইটারকে জানিয়ে দেয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো জবাব মেলেনি সংস্থাটির পক্ষ থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা পাকিস্তানে নতুন নয়। ২০০৮ সালে দুবার ফেসবুককে নিষিদ্ধ করা হয়। পরে আবার ২০১০-এ চালু হয়। ২০১২ সালে ইউটিউব ব্লক করে দিয়েছিল পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)। এরপর প্রায় দুই বছর তা স্থায়ী ছিল।