ঝালকাঠিতে দুই শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল পৌনে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। প্রথম জামাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু নামাজ আদায় করেন। পরে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঝালকাঠির কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. রফিকুল ইসলাম জামাতে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন। এ ছাড়া ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে, কায়েদ ছাহেব হুজুর প্রতিষ্ঠিত নেছারাবাদ মাদ্রাসা ময়দান, মদিনা মসজিদ, বায়তুল মোকারম মসজিদ, উপজেলা পরিষদ মসজিদসহ জেলার দুই শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।