বরিশাল: বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে শফিকুল ইসলাম বাদল (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১০টার দিকে নগরীর গীর্জা মহল্লায় এলাকার মাহমুদিয়া হোটেল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
শফিকুল ইসলাম বাদল বরিশালের মুলাদী উপজেলার ছোটলক্ষ্মীপুর গ্রামের আহমদ আলীর ছেলে। তিনি বরিশাল জজ কোর্টের আইনজীবি সহকারি ছিলেন।’
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাওয়াত হোসেন জানান, ওই হোটেলের নিয়মিত বোর্ডার ছিলেন বাদল মহুরী। সকালে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে এবং কোন সারা শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়।
পরবর্তীতে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়। কি কারণে তার মৃত্যু ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না বলে জানান ওসি।’