মহাকাশে অসংখ্য গ্রহাণু ভেসে বেড়াচ্ছে। এসব গ্রহাণুর ভেতরে কী রয়েছে তা জানার জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন। এবার সে দলে যোগ দিলেন জাপানের বিজ্ঞানীরাও।

এসব গ্রহাণুর কোনো কোনোটি পৃথিবীতে আঘাত হেনে আকাশেই অধিকাংশ পুড়ে যায়। তবে পোড়ার আগে এসব গ্রহাণুকে যদি পর্যবেক্ষণ করা সম্ভব হয় তাহলে মহাবিশ্বের সৃষ্টিরহস্যসহ আরো বহু বিষয় জানা সম্ভব হবে।

এবার জাপানি গবেষকরা রাইগু নামে একটি গ্রহাণুকেই গবেষণার জন্য বেছে নিয়েছেন। প্রায় এক কিলোমিটারের গ্রহাণুটি পৃথিবীর কাছ দিয়েই উড়ে যাবে। এ সময় সেখানে একটি রোবটিক মহাকাশযান পাঠানো হবে, যার নাম হায়াবুসা-২। এটি আগামী ২১ সেপ্টেম্বর গ্রহাণুটিতে নামবে এবং সেখান থেকে ছবি ও নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরত আসবে।

এরপর আরো দুটি মিশন পরিচালনা করা হবে রাইগু নামে গ্রহাণুটিতে। সেগুলো রাইগুতে ড্রিল করে নমুনা সংগ্রহ করবে এবং তার ভেতরে কী আছে জানার চেষ্টা করবে।