পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী একটি বাস উপত্যকায় ছিটকে পড়ে ছয় জন শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে ভারতের তেলেঙ্গানা রাজ্যের জাগতিয়াল জেলায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়- রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটিতে ৭০ জন আরোহী নিয়ে কোন্ডাগাত্তু থেকে জাগতিয়ালে ফিরছিল। শনিভারাপেত গ্রামের কাছে ঘাট রোড থেকে ছিটকে বাসটি পাশের উপত্যকায় পড়ে যায়।

খবরে বলা হয়, একটি মন্দির দর্শনের পর তীর্থযাত্রীরা বাসটিতে করে নিজেদের এলাকায় ফিরছিলেন। ব্রেক ফেলের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।