বরিশালের উজিরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুম্পা সিকদারের বাসায় চুরি হয়েছে। গত রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

উজিরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রুম্পা সিকদার বলেন, গত পাঁচ দিন ধরে তিনি অফিসিয়াল ট্রেনিং এ ঢাকায় ছিলেন। রোববার বেলা দুইটার দিকে তিনি বাসায় ফিরে দেখেন, দরজার তালা কাটা।

ভেতরে গিয়ে দেখেন, তার আলমারিতে রাখা চার ভড়ি স্বর্ণালংকার, ৮৫ হাজার টাকার প্রাইজবন্ড ও তার নিজের বেতন-ভাতার প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল খান জানান, গত পাঁচ দিন সহকারি কমিশনার (ভূমি) রুম্পা সিকদার বাসায় ছিলেন না। ধারনা করা হচ্ছে এর সময়ের মধ্যে যে কোনো চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এদিকে উপজেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার সরকারি বাসভবনে চুরির ঘটনায় থানা পুলিশের দায়িত্ব পালন নিয়ে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। সেই সাথে যান-মালের নিরাপত্তাহীনতার আতংকেও রয়েছে গোটা উপজেলাবাসী।