প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারী ফের অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিতে পড়েছেন। সম্প্রতি ফেসবুকে বড় ধরনের একটি নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। গত মঙ্গলবার ত্রুটি ধরা পড়ার পর বিষয়টি পুলিশকেও জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এছাড়া ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের শুক্রবার নতুন করে লগ ইন করতে বলেছে ফেসবুক।

ত্রুটিটি ধরা পড়েছে ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারে। এ ত্রুটি ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। তবে সেই পাঁচ কোটি ব্যবহারকারী কোন কোন দেশের, সেই তথ্য ফেসবুক কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

ফেসবুকের নিরাপত্তা প্রধান গাই রোসেন এক বিবৃতিতে জানান ত্রুটিটি ঠিক করা হলেও এ বিষয়ে তাদের তদন্ত কেবল শুরু হয়েছে। কাজেই ঝুঁকির মধ্যে পড়া অ্যাকাউন্টগুলোর তথ্য ইতোমধ্যেই চুরি হয়েছে কি না, তা নিশ্চিত নয়।

এদিকে নতুন করে নিরাপত্তা ত্রুটির খবর আসার পর পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দাম তিন শতাংশ পড়ে গেছে।