বরিশালে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রোববার বেলা ১১টায় নগরের সদর রোডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন তিনি।

আমু বলেন, বর্তমান সরকার বিজ্ঞানমনষ্ক ও আধুনিক প্রযুক্তিনির্ভর জাতি গঠনে বদ্ধপরিকর। স্কুল পর্যায়ে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের শিখরে।

তিনি আরো বলেন, এই সরকার শিক্ষানীতির পরিবর্তন সাধন করেছে। যার অন্যতম সাফল্য বর্তমানে দেশে শিক্ষিত জনসংখ্যার হার ৭১ শতাংশ।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার আলবার্ট রত্ন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক এ এস এম মাসুম রাহাত।